মোঃ মোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর মসজিদ ভির্ত্তিক উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি তিনলক্ষ টাকা অনুদানসহ দানশীল ব্যক্তি ও এলাকা বাসীর সহযোগিতায় আজ ২২/০৫/২০২২ ইং তারিখ রোজ রবিবার সকাল ৯ টার সময় বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলায় চানপুর ইউনিয়ন মাঝির হাট মসজিদের নির্মাণ কাজের ছাদ ঢালাইর কাজ শেষ হলো।
ঢালাইএর কাজ শুভ উদ্বোধন করেন জনাব বাহাউদ্দীন ঢালী চেয়ারম্যান চানপুর ইউনিয়ন পরিষদ এসময় উপস্থিত ছিলেন মাঝির হাট মসজিদের সভাপতি মাষ্টার আঃ মান্নান তালুকদার, ঝোড়খালী তালুকদার বাড়ির মসজিদের সভাপতি জনাব আঃ মন্নান তালুকদার ( দলু ) মুন্সি, সাবেক ইউপি সদস্য মাষ্টার রমিজ উদ্দিন গরামী, ইউপি সদস্য জনাব আলতাফ হোসেন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসুল্লিরা।
শুভ উদ্বোধন এর পূর্ব মুহূর্তে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাকের পালোয়ান ইমাম মাঝির হাট মসজিদ।