নিজস্ব প্রতিবেদক।
‘‘অফিসে না গিয়েই অনলাইনে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন’’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস।
https://youtu.be/qh4e8EmD5OA
১৯ মে থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ আগামী ২৩ মে পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা ভূমি অফিসের নাজির মুনিরুজ্জামান খন্দকার, সার্ভেয়ার কবীর হোসেনসহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারাসহ ভূমি অফিসের অন্যান্য র্কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক জানান, সপ্তাহ ব্যাপী আমাদের ভূমি সেবা সপ্তাহ চালু হয়েছে। ভূমি সেবা ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের মাধ্যমে জনগণকে ঘরে বসে সেবা পাওয়ার সুযোগ তৈরি করতে উপজেলা ভূমি অফিসের প্রচেষ্টা অব্যাহত থাকবে।