বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ২১ মে বিকেলে শিক্ষার মানোন্ননে এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এক সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাকশীমূল ইউপির সাবেক চেয়ারম্যান মো.নুরুল ইসলাম আ: হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল হোসেন শামীম।
বিদ্যালয়ের সভাপতি হাজী কামাল উদ্দীন মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, সাবেক সহকারি অব. প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতার সন্তান মো. হাবিবুর রহমান বাবুল মাস্টার, সাবেক শিক্ষক মো. জসিম উদ্দীন মাস্টার, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান লিটন, স্বপন কুমার সাহা, মো. মোস্তফা মেম্বার, মো. শাম মিয়া মেম্বার, মো. মমতাজ উদ্দীন, এপিপি এড. আবদুল আলীম, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো.
মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা শিক্ষানবিশ আইনজীবি মো. জহিরুল ইসলাম, গোলাম সামদানী, রেজাউল করিম রকিব, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় সহকারি শিক্ষক ও কবি মো. মোশারফ হোসেন, হোসেন আলী, মো. শাহজাহান, শাহানারা বেগম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরীফুর রহমান, বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা মেম্বার আয়শা আক্তারসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।