নেত্রকোণা প্রতিনিধিঃ “দাম কমাও, মানুষ বাঁচাও ’ এই স্লোগানে নেত্রকোণায় ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উধর্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রেজা কিবরিয়া ও ভিপি নূরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখা।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় নেত্রকোণা পৌর সভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে দলটির ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি কামরান আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আদনান হোসেন, মামুন আহমেদসহ অন্যরা।
বক্তারা দেশের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কমিয়ে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।