মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা– প্রতিনিধি
ফরিদগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টে বালক (অর্নুধ্ব-১৭) ২০২২ এর উপজেলা পর্যায়ে – ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ছে। ফরিদগঞ্জে এ.আর পাইলট সরকারি মডলে উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০ মে শুক্রবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ২-০ গোলে ৬নং গুপ্টি ইউনয়িন পরিষদকে পরাজিত করে চ্যাম্পয়িনশীপ র্অজন করে ফরিদগঞ্জ পৌরসভা একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগরে সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
প্রধান অতিথি বক্তব্যে বলনে, সুস্থ দহে ও সতজে মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমে কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে র্বতমান সরকাররে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মরে শারিরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তনিি বলছেনে, ‘আমরা খলোধুলাকে বশেি গুরুত্ব দচ্ছিি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বশেি এতে অংশ নবেে ততটাই তাদরে মনমানসিকতা আরো ভালো হবে শারীরিক ভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।
তিনি আরো বলনে, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থকেে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি থকেে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি
উপজলো ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও তাসলিমুন নেছার সভাপতত্বিে ও সাধারণ সম্পাদক নরুন্নবী নোমানের পরিচালায় আয়োজিত খেলায় থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোহাম্মদ শহীদ হোসনে, প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উপজলো ভাইস-চেয়ারম্যান মাজুদা বগেম, ৬নং গুপ্টি পশ্চমি ইইউনিয় পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল, রামদাশের বাঘ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, পৌরসভার ৮নং ওর্য়াড কাউন্সিলর মো. জাকির হোসেন গাজীসহ সরকারের বিভিন্ন বভিাগরে র্কমর্কতা র্কমচারী ও রাজনৈতিক সামাজিক ও ক্রীড়ামোদী বপিুলসংখ্যক র্দশকরা খেলাটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রার্নাসআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।