গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং দক্ষিণ বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ ছগির হোসেনকে (৩৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
১৯ মে (বৃহস্পতিবার) বিকালে ৮ নং বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্হানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিমে রেফার করেন।
এ ঘটনায় জখমির পিতা দক্ষিন বড়মাছুয়া গ্রামের মো. নূরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, ঘটনার দিন ৮ নং বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেন নৈশপ্রহরী হানিফ। খবর পেয়ে দুর্বৃত্তরা স্কুল গেটে ওৎ পেতে থাকে। অনুষ্ঠান শেষে স্কুল চত্বর থেকে বের হওয়ায় সময় তার ওপর হামলা চালানো হয়।
মামলায় উল্লেখ করা হয়, ৫ জানুয়ারি বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সমর্থন করে হানিফ। এতে ক্ষুব্ধ হয়ে বিজয়ী বিদ্রোহী প্রার্থীর সমর্থক আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।