স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
বুধবার (১৮ মে) রাত সাড়ে আটটায় যশোর জেলার গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম যশোর জেলার মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে অভিযান করে চোরাই মোবাইল ক্রয়/বিক্রয়ের দায়ে অভিযুক্ত তরিকুল ইসলাম (৩০) ও সোহাগ (৩১) কে আটক করেন। সে সময় তাদের হেফাজত থেকে ০৬টি চোরাই মোবাইল এবং চোরাই মোবাইল বেচাকেনার ৩১ হাজার টাকা জব্দ করেন।
আটককৃত তরিকুল ঐ উপজেলার হাজরাকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে ও সোহাগ নেহালপুরের হারান গাজীর জামাতা। কোতোয়ালি মডেল থানাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৯(৩)২০২২ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর তদন্তে অভিযুক্ত আসামী।
অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই সাদ্দাম হোসেন জানান, গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।