স্টাফ রিপোর্টার:-
গত ১৫ মে ২০২২ ইং রোজ রবিবার, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বুড়িরপুল এলাকার জাদুয়া গ্রমের চুন্নু মোল্লার মেয়ে, কালীগঞ্জের কথিত মহিলা ডাকাত দলের সহযোগী সরদার মোরশেদা বেগম, তার স্বামী দেলোয়ার মোরশেদার দেবর সবুজ মাঝিসহ অজ্ঞাতনাম আরও ৩/৪ জন সিরাজকে হত্যা করে লাশ গোপন করার চেষ্টা করে ছিলো। বরিশালের হিজলা উপজেলার, হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া গ্রামে দেলোয়ারের বাগান বাড়ি গভীর পুকুরের পাড় এঘটনা ঘটায়।
মূল পরিকল্পনাকারি মোরশেদা ও তার স্বামী, দেবর (সবুজ) সহ খোজ নাপওয়া অজ্ঞাতনাম আরও চার-পাঁচ জন সহযোগী মিলে শিশু সিরাজ কে হত্যা করে লাশ ঘুম করার চেষ্টা করে।
যে ভাবে মেরে ছিলো সিরাজ কে? প্রথমে মোরশেদা ও তার স্বামী সহ অজ্ঞাত ৪/৫জন নরপশু হঠাৎ সিরাজের উপর চড়াও হয়ে বাঁশের লাঠি ও মেহগনি গাছের কাঠ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে বেহুশ করে, প্রচন্ড পিটানোর আঘাতে হুঁশ হারিয়ে ফেললে, চার দিক থেকে এলোপাতাড়ি পিটাতে থাকে মোরশেদা ও তার স্বামী। এর পর মাথায় প্রচণ্ড আঘাত করে প্রচুর রক্তক্ষরণ করে। মাথার বিভিন্ন জায়গা ফেটে রক্ত ক্ষরণ হয়। একপর্যায় শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে, লাশ ঘুম করার জন্য মাটিভর্তি পানির কলশের সাথে হাত-পা বেধে বাগান বাড়ির গভীর পুকুরে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে।
ঐ সময় বাড়ির আসপাশের মানুষ টের পেয়ে ডাক চিৎকার করলে মোরশেদার সহযোগীরা পালিয়ে যায়, এলাকার লোকজন সিরাজ কে উদ্ধার করে স্থানীয় বাজারে ডাক্তার খানায় চিকিৎসা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে এঘটনার পূর্বেও একাধিকবার পুকুড়ের পানিতে চুবিয়ে মারার চেষ্টা করে নর পশু গুলো। বাড়ির অন্যান্য ভাই বোনদের বিভিন্ন ভাবে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়েছে, বাড়ি বাগান ও মৎস পুকুড় দখল করার জন্য একে একে বাড়ি থেকে সবাইকে তাড়িয়েছে, সিরাজের উপর দীর্ঘদিন অনেকে পাশবিক অত্যার করলেও, সে বাড়ি ছেড়ে কোথায় যাবে। তার বাড়ি ছেড়ে না যাওয়ার কারনেই তাকে প্রাণে মেরে লাশ ঘুম করার চেষ্টা করছে, মোরশেদা ও তার সহযোগীরা।
এলাকা সূত্রে জানাযায় ঘটনার পূর্বের দিন রাতে মোরশেদার ভাইকে এলাকায় দেখা গেছে। পারিবারিক কলহের জের ধরে এঘটনা ঘটতে পরে বলে জানিয়েছেন একাধিক সূত্রে। তারা আরও জানায় ঐমহিলার সাথে এলাকার কারো সাথে মিল নেই, সবসময় একক আধিপত্য বিস্তার করতে চায়। সবার সাথে ঝগড়াঝাঁটি লেগেই থাকে, মাঝেমাঝে আসপাশের লোকজনের উপর দেশীয় অস্র দা বডি নিয়ে ঝাঁপিয়ে পরে। আসপাশের লোকজন প্রতিবেশিকে হুমকি দিয়ে জাচ্ছে উক্ত ঘটনায় মুখ না খোলার জন্য।
এ বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভুগী সিরাজের (ঢাকায় অবস্থান রত) ভাইদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন। এর সাথে যারাই জড়িত থাকুক শিশুহত্যা চেষ্টা মামলায় কাউকে ছাড় দেয়া হবেনা। মামলা সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বলেন এখনও মামলা করা হয়নি। আসামিদের চিহ্নিত করার চেষ্টা করছি এর পর শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা করা হবে।