সুজন হোসেন, কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, দৃঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের এডিবি’র অর্থায়নের ২৫টি সেলাই মেশিন, ২৩ বাইসাইকেল, ১৮ হুইল চেয়ার, ২১০ বেঞ্চ, ২৫০ জলাতঙ্কের ভ্যাকসিনসহ খেলার সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে উপজেলা পরিষেদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সাহকারী কমিশনার (ভূমি) ম হাবিবুল্লাহ হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, ৭ নং ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, কোলা -আলাউদ্দীন আজাদ ও আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।