মোঃ হাফিজুর রহমান, টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ১২ টা ২০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বরিশাল বিভাগের ব্রজ মোহন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সরদার আকবর আলী, প্রফেসর মোঃ বিল্লাল হোসেন, সহযোগী অধ্যাপক জনাব মোঃ গোলাম মোর্শেদ, সহকারী অধ্যাপক জনাব এইস এম নজরুল ইসলাম, প্রভাষক জনাব মোঃ আবু ইসলাম, মোঃ এনামুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর।