বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৭ মে) ভোরে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে প্রদীপ চন্দ্র দাস (৩৭), একই উপজেলার হবিবপুর গ্রামের দুঃখ লাল দাসের ছেলে রাজু চন্দ্র দাস (২৩), অধির চন্দ্র দাসের ছেলে অবিনাশ চন্দ্র দাস (২৩) ও মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৪)।
হবিগঞ্জ ৫৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন হরিণখোলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা। ফাঁড়ির হাবিলদার মো. জামাল সরকার বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। তাদের ওই থানায় সোপর্দ করা হয়।