রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জের ঘিওরে প্রাইভেটকার চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সাথে আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালতের বিচারক।মঙ্গলবার বিকেল ৩ টায় এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্রাচার্য্য। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, ওমর হোসেন সাইফুল, আরিফুজ্জামান সজিব, এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, আব্দুলাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত, ও আজিম খান। এর মধ্যে সাইফুল, সজীব, ও সীমান্ত পলাতক রয়েছেন।
আসামীদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ সালের ২৮ জানুয়ারী মানিকগঞ্জের ঘিওরের কুসন্ডা এলাকায় প্রাইভেটকার চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় আসামীরা। পুলিশ মরাদেহ উদ্ধার করে। সেদিন রাতেই ঘিওর থানার এসআই লুৎফর রহমান অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামী করে মামলা করেণ।
গ্রেপ্তার করা হয় ৬ আসামীকে। ২০১২ সালের ২৬ ফেব্রয়ারী আসামীদের অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় এ রায় দেন আদালত।রাষ্ট্রপক্ষের আইনজীবি রঞ্জন বাসক রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবি বুলবুল আহমেদ গোলাপ ও আহসান হাবিব উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।