মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন বাজারে পশু জবাইয়ের পূর্বে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজনের কোনো মনিটরিং না থাকায় অবাধে জবাই হচ্ছে অসুস্থ পশু। উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও তদারকির সিদ্ধান্ত নেওয়ার পরও প্রাণিসম্পদ অধিদপ্তর কোন ভুমিকা না রাখায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ ক্ষোভ প্রকাশ করেন সদস্যবৃন্দ। সভায় আগামী মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভার পূর্বেই এ ব্যাপারে প্রাণিসম্পদ কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আবারও আহ্বান জানানো হয়।
এছাড়া মাদক, সীমান্ত এলাকা নারায়নপুর দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করা, ইভটিজিং, বাল্যবিবাহ, চোরাচালান, চুরি-ডাকাতি,সিসি ক্যামেরা স্থাপনসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার ও মোঃ নূরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, বিজিবি কমান্ডার শশীদল ও সালদানদী বিওপি, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুল কাদের, প্রধান শিক্ষক আবু হানিফ ও খোরশেদ আলম, বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুস সামাদ, মহিলা মেম্বার শামসুন্নাহারসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।