রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাংক ভর্তি এসএমজি ও থ্রি নোট থ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে জেলা শহরের আশ্রমপাড়া এলাকার আবু হানিফের বাসার মাটির নিচ থেকে এ আগ্নেঅস্ত্র গুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আজ দুপুরে আবু হানিফ বাড়ির কাজের জন্য মাটি খোরার কাজ করছিল শ্রমিকরা। এসময় একটি ট্রাক দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে এসএমজি তিনটি ও থ্রি নোট থ্রি রাইফেল চব্বিশ টি এবং বেশকিছু গুলি উদ্ধার করেছে। পর্যন্ত সাতাশটি অস্ত্র উদ্ধার করেছে ও গুলি অর্ধশত।
এখনো উদ্ধারে কাজ চলছে।