মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী খেলায় রাজাপুর ইউনিয়ন একাদশ গালুয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনুজা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান।
উল্লেখ্য এ টুর্ণামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ছয়টি দল অংশগ্রহন করবে বলে টুর্ণামেন্ট কমিটি নিশ্চিত করেন।