ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
https://youtu.be/ZKmKa4WGyG8
সকাল ৯ ঘটিকায় জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলন, গুরত্বপূর্ণ সড়কে র্যালি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্যদিয়ে দিবসটি পালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান (রানা), পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন্নাহার অনি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু প্রমুখ।