মোঃ গোলাম মহিউদ্দিন মুন্সী,
কুমিল্লা, দেবিদ্বার প্রতিনিধি।
কুমিল্লা জেলা দেবিদ্ধার উপজেলা বাকসার গ্রামের কৃতি সন্তান ডাঃ ফেরদৌস খন্দকার এর সাথে তাহার নিজ গ্রামে দেবিদ্ধারে কর্মরত দেবিদ্ধার রিপোর্টাস ক্লাব এর সভাপতি মো জহিরুল ইসলাম মারুফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ) মে দুপরে মানবতার ফেরিওয়ালা ক্ষ্যাত ডাঃ মো ফেরদৌস খন্দকার এর নিজ এলাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ফেরদৌস খন্দকার। মতবিনিময় সভা সঞ্চালনা করেন মো মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় দেবিদ্ধার রিপোর্টাস ক্লাবের সভাপতি সাবেক ছাএ নেতা মো. জহিরুল ইসলাম মারুফ সিনিয়র সহ-সভাপতি এম জি এ মামুন, দেবিদ্ধার রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো মামুনুর রশীদ, মো বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক মো শাহ জালাল মো ইয়াছিন গোলাম মহি উদ্দীন মুন্সি স্বপন আব্দুল আলিম সাহিদ সবুরসহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকারকে দেবিদ্ধার রিপোর্টাস ক্লাব পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যবৃন্দ।
মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার বলেন আমার জন্ম স্থান দেবিদ্ধার আমি দেবিদ্ধারের মানুষকে ভালবাসী আমার সামর্থ অনুযায়ী সেবা কারার চেষ্টা করছি আমি যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব সে প্রত্যাশা বুকে লালন করে আমার পথ চলা। আমি চেষ্টা করছি দেবিদ্ধারে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে কর্মের মাধ্যম অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তুলি। আশা করি আমার সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে।