আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার (১৬ মে ) ভোর রাতের দিকে ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই/ গুলজার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড এর ফেরীঘাট ২ নং পল্টনের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (২৮) কে ৬ কেজি অবৈধ মাদক দ্রব্যে গাজা সহ গ্রেফতার করেন । আটককৃত শাহিন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।