জাকিয়া সুলতানা মনি, সুনামগঞ্জ :
আগামী ২৫মে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আ.লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের কোন সদস্য যেন দলীয় কোন পদ পদবী না পায়। স্বাধীনতার পক্ষের প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের মূল্যায়ন করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রতন বলেন, আগামী সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সবাই ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় পদ পদবী পেতে হলে আওয়ামীলীগ পতাকা তলে এসে কাজ করতে হবে। বাঁকা পথে হেটে লাভ হবেনা। দলীয় পদ পদবীর জন্য প্রতিযোগিতা ভালো কিন্তু প্রতিহিংসায় কখনই সুফল আসবেনা।