মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোঃ সোহাগ নামের দশ বছরের এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে বাবা মায়ের সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মৃত সোহাগ উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের দিনমজুর রিপন মুন্সির বড় ছেলে ও স্থানীয় খানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। থানাপুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুপুরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।
নিহতের চাচাত ভাই ইমরান জানান, নিহত সোহাগ সকালে টিফিনের জন্য বাবার কাছে দশ টাকা চাইলে দিনমজুর বাবা টাকা না দিয়ে বেড়িয়ে যায়। পরে সোহাগ প্রতিবন্ধি মায়ের কাছে টাকা চাইলে সেও দিতে অস্বীকার করেন।
এর কিছুক্ষণ পর ঘরের আড়ার সাথে সোহাগকে ঝুলতে দেখে হাসপাতালে নিয়ে আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।