প্রেস বিজ্ঞপ্তি
সজীব হাসান, বগুড়া সংবাদদাতা :
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম অদ্য ইং ১৫/০৫/২০২২ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন চরখুকশিয়া সাকিনস্থ মোঃ সুলতান আকন্দ (৪০), পিতা-মৃত বায়েজিদ আকন্দ এর বাড়ির সামনের পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুল জলিল (২২), পিতা-মোঃ জগত জামাল, ২। মোঃ আবু বক্কর(৪০), পিতা-মৃত কোরবান আলী, উভয় সাং-চরখুকশিয়া, ধানা-ধুনট, জেলা-বগুড়াদ্বয়ের হেফাজত হইতে ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ০২ নং আসামী বক্করের স্বীকারোক্তি ও দেখানো মতে একই তারিখ ১২.৩৫ ঘটিকার সময় তাহার বসতবাড়ির পিছনে দক্ষিনে অবস্থিত মুরগী রাখার ঘরের ভিতরে মাটির নীচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের মধ্যে রক্ষিত ০৭(সাত) কেজিসহ সর্বমোট ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধারপূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী ইতিপূর্বে ধৃত ০২ নং আসামী মোঃ আবু বক্কর এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রহিয়াছে।