মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ড্রেজার মেশিন ও বাল্কগ্রেড জব্দ করা হয়েছে। এসময় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোফাজল হোসেন (৪৫) নামে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্দ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে যমুনা নদীতে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে ওই ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদে শনিবার রাতে উপজেলার খাষকাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্দ দেয়া হয়। জব্দকৃত মালামাল নৌ পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত মোফাজল হোসেন (৪৫) নারায়নগঞ্জ জেলার আড়াই হাজারের ধুনুকসাথী গ্রামের মৃত কেরামত আলী ছেলে। রবিবার সকালে সাজাপ্রাপ্ত মোফাজল হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানে নৌপুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, থানা পুলিশ ও আনসার ভিডিপি’র সদস্যরা সহযোগিতা করেন।