বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকান্ডে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় দিকে জেলার চিতলমারী উপজেলার দরিউমাজুড়ী গ্রামের সুভাষ মার্কেটে এ ঘটনা ঘটছে। বৈদুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
স্থানীয়রা জানান, দোকান ঘরের উপরে থাকা বিদ্যুতের তারের শর্ট সার্কিটের মাধ্যমে দোকানে আগুন লাগে। এরপর দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো দোকানসহ পাশের গুদাম ভস্মীভূত হয়। এসময় দোকানের পাশে মজুদ রাখা ইলেকট্রনিক মালামালসহ মুদি মালের গুদাম আগুনে ভম্মীভূত হয় এবং কিছু দুরে থাকা মায়ের ভান্ডার নামক মুদি দোকান ভেঙে মালামাল সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।
এসময় মার্কেট মালিক সুভাষ মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ব্যাংক ঋণ ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই মার্কেট করেছি আজ আমার সব শেষ হয়ে গেছে।আমার সাড়ে পাঁচ লাখ টাকার মালামালসহ অনান্যদের মোট ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আমি এখন কিভাবে কি করব? ব্যাংক ঋণ কিভাবে শোধ করবো জানিনা। অগ্নিকান্ডের খবর পেয়ে শুক্রবার সকালে চিতলমারী উপজেলা র্নিবাহী অফিসার সাইয়্যেদা ফয়জুন্নেসা, চিতলমারী থানা পুলিশ, উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ঘটনাস্থলে এসে সমবেদনা জানান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।