মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আলোচনা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী সমন্বয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার দীপু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক মনির সঞ্চালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু সর্দার, আওয়ামীলীগ নেতা জলিল মেম্বার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাবেক ছাত্রলীগের সদস্য সচিব এমদাদুল হক বাপ্পী, সহ-সভাপতি শফিকুল ইসলাম হৃদয়, সাখাওয়াত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম তানিম, ইব্রাহীম খলিল শান্ত, সরদ ইউনিয়ন সভাপতি সজিব, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইমন, সভাপতি মেহেদী হাসান, সাবধাণ সম্পাদক শরিফুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।