কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের গুজরাটে নিজ স্ত্রীকে বিক্রির চেষ্ঠায় ব্যার্থ হয়ে হত্যা শেষে পালিয়ে আসা পলাতক স্বামী কামরুল (৩০) গ্রেফতার হয়েছে। সে যশোর জেলার কোতয়ালী থানাধীন বানিয়ারগাতী গ্রামের ইউনুস আলীর ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ১৫এপ্রিল কামরুল তার নিজ স্ত্রী সালমা খাতুন (২৪ )কে ফুসলিয়ে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারত নিয়ে যায়। পরবর্তী সময়ে গত ৮ মে কামরুল দেশে ফিরে আসলেও তার স্ত্রী ভারতে রয়ে যায়। ভূক্তভোগী সালমার পরিবারের লোকজন কামরুলকে জিঙ্গাসাবাদ শুরু করলে সে সকলের সাথে খারাপ আচরন করতে থাকে। এ ঘটনায় সালমা খাতুনের পিতা সহিদুল নিজে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করে। যাহার মামলা নং-২৫