নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে আড়াইসিধা গ্রামের মোল্লা বাড়ির কাদির মিয়ার বাড়ির নির্মানাধীন ভবনের ছাদে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম রজত মিয়া। সে উপজেলার তালশহর গ্রামের পূর্ব পাড়ার শেখ বাড়ি এলাকার মাহফুজ মিয়ার ছেলে।
নিহতের বোনের স্বামী খোরশেদ আলম জানান, আড়াইসিধা গ্রামের খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে কাদির মিয়ার বাড়িতে নির্মানাধীন বিল্ডিংএ গত দুই মাস যাবত রড বান্ডারের কাজ করতো। সকালে ভবনের ছাদের উপরে রডের কাজ করছিল। এসময় উপরে থাকা বিদ্যুতিক এসটি লাইনের সাথে রড লেগে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।