মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ কমিটিতে না রাখার বিষয়ে মুক্তিযোদ্ধাদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে কোরআন তেলওয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল এর সাবেক দপ্তর সম্পাদক,আমতলী কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা,নাজমুল আহসান নান্নু,আনোয়ার হোসেন ফকির,শাহ আলম তালুকদার, সামুদ্দিন আহম্মেদ, আঃ জলিল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী আওয়ামী লীগ কমিটিতে কোন রাজাকার,আল বদর, আল শামস ও শান্তি কমিটির কোন সদস্য বা পরিবারের কোন সন্তান থাকতে পারবে না।পুর্বের কোন কমিটিতে যদি কাহারো নাম থাকে তাহলে তাকে বাদ দিতে হবে। আমরাও আমতলী উপজেলায় এসব লোকদের আওয়ামী লীগ কমিটিতে না রাখার দাবী জানাই।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ সানু বলেন, গুলিশাখালী ইউনিয়নে ৫৬জন মুক্তিযোদ্ধা। এর মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ কমিটিতে কোন মুক্তিযোদ্ধা সদস্যকে রাখা হয়নি। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম রাজাকারের সন্তান। তাকে বাদ দিয়ে আওয়ামী পরিবার ও স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ কমিটিতে সভাপতি পদে রাখার সুপারিশ করছি। অনুষ্ঠানে উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।