স্টাফ রিপোর্টার,
আজ বাংলা ২৮শে বৈশাখ, ১১|০৫|২২ ইং তারিখে রোজ বুধবার বেলা ১১টার সময় ঘূর্ণিঝড় অশনির আবহাওয়ার বার্তা হিসেবে বরিশালে ঘন্টাব্যপি মূশলধারে বৃষ্টি নামে।
বৃষ্টির কারণে লোকজনের ছোটাছুটি করতে দেখা যায়। রাস্তাঘাটের ধূলো বালু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বৃষ্টির পানিতে বেজা থেকে আশ্রয় নেওয়ার জন্য মানুষ ছোটাছুটি করছে।
দেখে মনে হচ্ছে বৈশাখের বিদায়ে বেলা কান্না করে বিদায় নিচ্ছে। বৈশাখের সারা মাসে কোনো বৃষ্টিপাত ছিলো না।
তাই শেষের দিকে আল্লাহর রহমত নাজিল হলো। আল্লাহ্ তায়ালা এর মাধ্যমে বান্দাদের কল্যান নিহিত রেখেছেন। আমিন।