ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সাবেক পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া’র ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভালুকায় যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক দুই বারের সফল সভাপতি মনিরুজ্জামান মামুনের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রয়াত স্বামী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৯ ই মে সোমবার পৌর এলাকার টিএন্ডটি মোড় সংলগ্ম বাইতুল মামুর জামে মসজিদে বাদ আছর এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মনিরুজ্জামান মামুনের নেতৃত্বে মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান শরিফ, খাদিমুল বাশার, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদ, ছাত্রনেতা হৃদয়, অনিক প্রমুখ।