প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ১:১৬ পি.এম
রাণীশংকৈলে ২৬ তম বৈশাখি মেলার শুভ উদ্বোধন
মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ( ৯ মে সোমবার) ১০ দিন ব্যাপি ২৬ তম বৈশাখি মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। এদিন রাত সাড়ে ৯টায় মেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ইউএনও প্রতিনিধি হিসেবে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ'লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও মেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব প্রতিষ্টাতা সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব (পুরাতন) আহয়াবায়ক কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব, আ'লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। প্রশনগতঃ এবার মেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলায় আগের মতো গান, কবিতা, নৃত্য, নাটক, কবিগান, ধামের গান, গম্ভীরা গান, যাত্রাপালা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।