প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২২, ১১:৫৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে খোলাবাজারে ১০০ টাকার পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়
আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ-
উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হঠাৎ করে সংকটের মুখে পেট্রোল ও অকটেন। উত্তরবঙ্গের একটি জেলা হল ঠাকুরগাঁও। আর এই ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। এ নিয়ে বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন ঠাকুরগাঁয়ের বাইক চালকরা। কখনো কখনো হঠাৎ করে ফিলিং স্টেশনে অকটেন পাওয়া গেলেও ১০০ টাকার বেশী মিলছেনা পেট্রোল ও অকটেন ৷ শহরে একাধিক ফিলিং স্টেশন গুলো মিলছেনা পেট্রোল।
তবে ফিলিং স্টেশন গুলোতে পেট্রল অকটেন না থাকলেও শহর ও গ্রাম অঞ্চলের বেশকিছু ফুটপাতের দোকানে পাওয়া যাচ্ছে তেল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, শিবগঞ্জ, মাদারগঞ্জ, বকসের হাট, ঢোলারহাট, নেক মরদ, বাজারে বোতলে করে বিক্রি করা হচ্ছে পেট্রল ও অকটেন৷ দুদিন আগেও যে তেলের বোতলটি বিক্রি হত ১০০ টাকায় একই বোতলের দাম এখন ১৮০টাকা। প্রতি লিটারে খোলা বাজারে ৮০ টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে।
একদিকে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, অপরদিকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য। উপায় না পেয়ে চড়া দামে পেট্রল ও অকটেন কিনতে হচ্ছে যানবাহন চালকদের।
খোলা বাজারে তেল কিনতে আসা মোটরসাইকেল বক্কর বলেন, শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল পেলাম না। গাড়িতে তেলপ্রায় শেষ। খোলা বাজারে কিনলাম এক বোতল ১৮০ টাকা দামে৷ এক লিটার তেলে ৮০ টাকা বাড়তি দিয়ে কিনতে হল৷
পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারা বলেন আমাদের করার কি আছে ফিলিং স্টেশন গুলো থেকে থেকে আমাদের বেশি রেটে তেল কিনে আনতে হয়। তাই আমাদেরকে বেশি রেটে বিক্রি করতে হয়।
ফিলিং স্টেশনগুলোতে কবে নাগাত পেট্রল ও অকটেন পাওয়া যাবে এ প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও পেট্রল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, ডিপোতে গাড়ি পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এ ভোগান্তি দূর হবে বলে আমরা আশা করছি৷
এ বিষয় নিয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী বাংলার আলো নিউজকে বলেন, আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। যারা অতিরিক্ত দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।