নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
জয়পুুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ও ১ শত পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রিকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (০৯ ই মে) সন্ধার আগ মুহূর্তে আক্কেলপুর পৌর সদরের মডেল টাউন এলাকার মৃত.আব্দুল হামিদের ছেলে আশিকুজ্জামান এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ও ১ শত পিচ টাপেন্টাসহ পৌর সদরের ১ নং ওয়ার্ডের বিহারপুর গ্রামের বাসিন্দা নাজমুল (৩৩) ও স্ত্রী সাথী বেগম (৩৫) কে আটক করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
জয়পুরহাট গোয়েন্দা শাখা’র সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, মাদক ব্যবসায়ী সাথী বেগম একজন একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরও বলেন রোববার ডিবিপুলিশ অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ হাতেনাতে আটক থানায় সোপর্দ করলে। তাদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।