সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে মোতাহার হোসেন (৬৮) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃদ্ধ মোতাহার উপজেলার চাঁপাপুর ইউপির মিতল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। রবিবর বিকাল ৬ টার দিকে তার নিজ বসত বাড়ির সামনে দোকান ঘরের বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
জানাযায়, নিহত মোতাহার শারীরিক অসুস্থ ও পারিবারিক ভাবে অসচ্ছলতার কারনে মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। বিকালে তিনি সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাত সাড়ে ৮ টায় লাশ উদ্ধার করা হয়েছে। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে যাহার নম্বর ৯।