মেহেরপুর থেকে হিরক
মেহেরপুর বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে। সভাপতি পদে ইকবাল হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক পদে এড. খ.ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল নির্বাচিত হয়েছে। ১৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
রবিবার রাত ১০ টার দিকে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন বি এম মোজাম্মেল হক। এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সন্ধ্যার পর থেকে সকল প্রার্থীদের নিয়ে ২য় অধিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অ্যাড. আব্দুস সালাম মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।