নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন রায়কে বিদ্যালয়ে পুনঃবহালের দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ ঘটিকায় মোক্তারপাড়া পৌরসভার সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জীবন রায়কে বিদ্যালয়ে পুনঃবহালের দাবিতে দানব বন্ধন করেছে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফাহিম রহমান খান, রাজন ক্লান্তি সরকার বাপন সহ আরো অনেকে। বিদ্যালয়ে জীবন রায়কে পুনঃবহাল সহ শিক্ষকদের প্রতি অবিচার ও হয়রানি বন্ধ সহ সাত দফা দাবি পেশ করেন।
পরে বক্তারা বলেন যদি অবিলম্বে দাবি মানা না হয় তাহলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।