কাওছার মাহমুদ, সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর উত্তর চরছান্দিয়া গ্রামের নাগরিক সমাজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীন বনাম প্রবীণের মধ্যে ১দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক কাওছার মাহমুদ ও সাবেক ছাত্রলীগ আতিকুর রহমানের সার্বিক পরিচালানয় ও সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সোনাগাজী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ খালেদ হোসেন দাইয়ান, বিশেষ অতিথি ছিলেন চরছান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, চরছান্দিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন বাবুল, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সমাজ সেবক আবু তাহেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার এসআই আদনান ফরহাদ,এসআই ইয়াকুব প্রমুখ।
খেলায় নবীন একাদশ চ্যাম্পিয়ান হয়। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।