প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২২, ৫:০৫ পি.এম
রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন
মাহাবুব আলম, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠার ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন পরিষদের উদ্যোগে ( ৫ মে বৃহস্পতিবার) সকালে পৌর শহরে র্্যালি ও কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা, স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আ"লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ"লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ"লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ"লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল, পৌর আ"লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।
এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এজেড সুলতান, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন, কাউন্সিলর ইসাহাক আলী, সুবর্ণজয়ন্তী আহব্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন, প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সাংবাদিক বিজয় রায় অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী শিক্ষক শাহিনুর রেজা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র/শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।