সাইফুর নিশাদ
নরসিংদী প্রতিনিধি
মনোহরদীতে পুলিশ-জনতার ধাওয়ার মুখে ৩ ডাকাত ধৃত ও তাদের ব্যবহৃত একটি পিকআপ আটক হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার লেবুতলা ইউনিয়ন এলাকা থেকে এ সব ডাকাত ও তাদের ব্যবহৃত পিকআপটি আটক হয়।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে একটি কার্ভাডভ্যান নিয়ে একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে মনোহরদীর লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকা অতিক্রমকাল করছিলো। তারা মনোহরদী থানা পুলিশের একটি টহল দলের সামনে পড়লে পুলিশ তাদের চ্যালেন্জ করে। এ সময় ডাকাত দলটি দ্রুত গ্রামের ভেতরে দ্রুত ঢুকে পালাতে সচেষ্ট হয়। মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদ্দীন জানান, সে সময় পুলিশ দল তাদের ধাওয়া করে গাংকুলকান্দী গ্রাম এলাকায় গিয়ে পোঁছান। সেখানে তাদের ডাক চিৎকারে চারপাশ থেকে এলাকাবাসী এগিয়ে আসে।
সে সময় ডাকাতদল তাদের ব্যবহৃত পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-৭৫৪৪) ফেলে পালিয়ে যেতে সচেষ্ট হয়। সেখানে পুলিশ-জনতা ঘেরাও করে পিকআপসহ ৩ ডাকাত ধরে ফেলে। তাদের বাকী সঙ্গীরা পালিয়ে যেতে সমর্থ হয়।গনপিটুনী শেষে ধৃত ডাকাতদের পুলিশে সোপর্দ করা হয়।থানায় মামলার প্রস্তুতি চলছে আটককৃত ডাকাতরা হচ্ছে শামীম (৩৮) পিতা মৃত-আঃ হামিদ শাওগাত, রুপগন্জ, নারায়নগন্জ, হীরন (৩৫) পিতা- আলাল উদ্দীন কান্দাপাড়া, নরসিংদী ও জনি (২২), কটিয়াদী, কিশোরগন্জ। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথমোক্ত আহত ২ডাকাতকে সেখানে চিকিৎসা দেয়া হয়েছে।