মোঃ মোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, দৃঢ়তার অটুট বন্ধনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের প্রাণে। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। এসময় সাংসদ পংকজ নাথ সকলের সুখ শান্তি কামনা করে সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
আজ মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।