নিরেন দাস, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে ঈদের আনন্দ করতে গিয়ে ইঞ্জিনচালিত নছিমন নামের একটি নছিমন উল্টে ২০ জন গুরুতর আহত হলেও ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার ঈদের দিন বিকেলে কালাই উপজেলার পুনট ইউনিয়ন এর বাঁশের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, রাশেদুল (১৫), রুহুল আমিন (১৭), হাসিবুল (১৩), কামরুল হাসান (১৬), সাকলাইন (২২), আতিকুল (১১), মাসকুর (১৭), রেজভী (১৮), সুমন (১৬), কাইয়ুম (১৬), রাকিব (১৬), সোহেল রানা (২৪), সাকিল (২০), রবিউল (১৭), মারুফ (১৬)।
থানা পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়,পবিত্র ঈদ উপলক্ষে ঈদ আনন্দ করতে কালাই পৌরসভার দুরুঞ্জ নয়াপাড়া মহল্লার ২০ জন কিশোর-যুবক মিলে বগুড়ার সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে বেঁড়াতে যাওয়ার জন্য ইঞ্জিনচালিত নছিমনটি ভাড়া করে তারা।
আহত ২০ জন মঙ্গলবার দুপুরে তাদের ভাড়াকৃৃত নছিমনটি নিয়ে কালাই বাসট্যান্ড চত্বর থেকে ছেড়ে তারা রওনা হবার পরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ নামক এলাকায় পৌঁছানো মাত্র তাদের নছিমনটির সাথে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে নছিমন টি রাস্তার পাশে মর্মান্তিক ভাবে উল্টে গেলে নছিমনে থাকা ২০ জনই গুরুতর আহত হয়।
এ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আরও জানা যায় আহতদের মধ্যে মাসকুর, হাসিবুল ও রুহুল আমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবং আহত ২০ জনের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়ি ফিরে গেছেন বলে কালাই ও জয়পুরহাট আধুনিক হাসপাতাল সুত্রে জানা যায়।