ময়মনসিংহে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে সামনে রেখে সকল ধরণের প্রস্তুতির পাশাপাশি নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। করোনা মহামারির কারণে গত দুই বছর আঞ্জুমান ঈদগাহ মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর এবার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় এবং ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টা, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৯ টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল ৯ টা, বলাশপুর জামে মসজিদে সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্য মাঠে এবং মাঠের বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।