মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক ঘর তুলে দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে দখলদারর ঘর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার সকালে শহরের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভিতরে এ দখলের ঘটনা ঘটে। জানা গেছে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রফুল্ল কুমার গয়ালীর ছেলে নয়ন গয়াালীর সাথে স্কুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার সকালে স্কুলের ঊত্তর পাশের জমিতে নয়ন গয়ালী তার পৈত্রিক সম্পত্তি দাবি করে লোকজন নিয়ে জোরপূর্বক ঘর তুলে দখলের চেষ্টা চালায়। এসময় স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ঘর তোলা বন্ধ করে দেন। এ ব্যাপারে অভিযুক্ত দখলদার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন গয়ালী সংশ্লিষ্ট জমি তার পৈত্রিক সম্পত্তি দাবি করে বলেন, স্কুল কর্তৃপক্ষ গায়ের জোরে আমার জমি জবর দখল করে রেখেছে। আমি আমার সম্পত্তি ঊদ্ধারের চেষ্টা করছি। মঠবাড়য়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরোধীয় ওই সম্পত্তির বিরোধ নিস্পোত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।