কামরুজ্জামান শাহীন, ভোলা॥
ভোলার চরফ্যাশন-মনপুরার স্থানীয় নেতৃত্বের রুপকার কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় ভোলার চরফ্যাশনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নি:শর্ত মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৩ টার দিকে চরফ্যাশন শরীফপাড়াস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে ও চরফ্যাশন পৌরসভা যুবদল সভাপতি মো. জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সাধারন সম্পাদক ও চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়র, বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. কয়ছর আহাম্মদ কমল, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহব্বায়ক সিকদার হুমাইন কবির, চরফ্যাশন পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রো, উপজেলা যুববিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদল আহব্বায়ক প্রার্থী মো. শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন, উপজেলা শ্রমিক নেতা আনোয়ার কুতুব, রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম বেপারী প্রমূখ। এসময় আরও চররফ্যাশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।