প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ৭:৫৬ পি.এম
নাটোরে ভ্যান চালককে হত্যার অভিযোগে দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের বড়াইগ্রামে ভ্যান চালক ইয়ামিন সরকার হিরো হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নিহত হিরো বড়াইগ্রাম উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
পুলিশ সুপার জানান, গত ২৫ মার্চ সকাল ১০ টার দিকে হিরো অটোভ্যান নিয়ে বড়াইগ্রাম উপজেলার বাইপাস এলাকায় যায়। সেখানে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বপন এবং রনি হোসেন ভ্যানটি থামাতে বলে। ভ্যানটি থামানোর সঙ্গে সঙ্গে তারা ভ্যানে চালক হিরোকে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। এরপর গত (৬মার্চ) নিহত হিরোর বাবা আয়নাল হক বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ফুলবতী এবং জলন্দী এলাকা থেকে তাদের দুইজনকে গ্ৰেফতার করে। পরে রোববার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে তাদের প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।