প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ১১:৩৭ এ.এম
শ্যামনগরের ৫৫ নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অনিয়ম অভিযোগ স্থানীয়দের
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়, ৫৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন সাইক্লোন শেল্টারের জরাজীর্ণ অবস্থার বিষয়ে সংবাদ সংগ্রহ কালে, স্থানীয় জনপ্রতিনিধি সহ গত ১৯ শে এপ্রিল রোজ মঙ্গলবার বেলা ১২.৩০ মিনিটি সরেজমিনে ঐ বিদ্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি জি এম ইমাম হাসান এর সাথে উপস্থিত হলে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা আছে, বিদ্যালয় বন্ধ, শিক্ষক নেই, শিক্ষার্থী নেই, অফিস রুমের বৈদ্যুতিক পাখা ঘুরছে এমন দৃশ্য দেখা যায়।
বিদ্যালয়ের পাশে অবস্থিত সাইক্লোন শেল্টারটির জনসাধারণের ব্যবহারের অনুপোযোগী এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইমাম হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের যাওয়ায়, ৫৫ নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ পরিস্থিতি লক্ষনীয়,
এ বিষয়ে স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যালয় ঠিক মত চলে না।
প্রধান শিক্ষক মোস্তফা নুরুজ্জামান কে এই রমজানের শুরুতে তেমন দেখা যায় নি। এই হেট মাস্টার আসার পর স্কুলের মান স্থানীয় পর্যায়ে ভালো না। স্থানীয় জনপ্রতিনিধি জি এম ইমাম হাসান বলেন, বিদ্যালয় উপস্থিত হয়ে দেখলাম বিদ্যালয়ে কোন শিক্ষক, শিক্ষার্থী নেই, অফিস রুমে বৈদ্যুতিক পাখা ঘুরছে, এটা যে কি হচ্ছে, কিছুই বুঝতেছি না। বিষয়টা উপজেলা শিক্ষা অফিসারের বিশেষ সুদৃষ্টি কামনা করছি যাহাতে এর সঠিক ব্যবস্থা হয় প্রধান শিক্ষক মোস্তফা নুরুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসের কাজে শ্যামনগর আছি, ছাত্র ছাত্রী আসে না রমজান মাস কি করব। আমি গত দিন গিয়েছিলাম।
এ বিষয়টি সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিয়া বলেন, আমি বিষয়টি জেনেছি, তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহন করব।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।