প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ৮:৩৬ পি.এম
ময়মনসিংহ ফুলপুরে বোরো ধানের আবাদ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।
আতিকুল ইসলাম
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বোরো ধানের আবাদ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক। ২১এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলপুর উপজেলা পরিদর্শনকালে বোরো ধানের আবাদ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা চেয়ারম্যান, কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
পর্যবেক্ষণকালে জেলা প্রশাসক সঠিক সময়ে ধান কাটার পরামর্শ প্রদান করেন এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর পক্ষ থেকে যেকোন ধরণের সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।