প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ২:৩৯ পি.এম
মিঠাপুকুরে ভিজিএফ কার্ড বিতরণে নানান অভিযোগ
মিঠাপুকুর প্রতিনিধি-
মিঠাপুকুর উপজেলার ০৭ নং-লতিবপুর ইউনিয়নের ০২ নং-ওয়ার্ডের ইউপি-সদস্য রমজান আলীর বিরুদ্ধে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের যোগসাজশে বর্তমান ইউপি-চেয়ারম্যানের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভিজিএফ কার্ড প্রদানে তাকে বঞ্চিত করার অভিযোগ প্রদান করেন । পরে তিনি নিজে স্বীকার করেন, চেয়ারম্যান তার জন্য সঠিক বরাদ্দ দিলেও কয়েকজন তাকে দিয়ে কৌশলে অভিযোগ দিয়েছেন।
ইউপি-সদস্য রমজান আলী অভিযোগের দায়েরের বিষয়টি অস্বীকার করলেও, পরে তার দাখিলকৃত অভিযোগ সংগ্রহ করে দেখা যায়, তিনি স্পষ্ট উল্লেখ্য করেছেন, ইউপি- ভোটে পরাজিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ভোট করায় তাকে বর্তমান চেয়ারম্যান এবং তার সমর্থকরা আসন্ন রমজান এবং ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত -৪৫০০ কার্ডের মধ্যে তার জন্য - ৪৮০ ভিজিএফ কার্ড বরাদ্দ না দিয়ে চেয়ারম্যান তার সমর্থকদের দিয়ে এসব কার্ড বিতরণে অনিয়ম করেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
অভিযোগকারী ইউপি-সদস্য রমজান আলী নিজ ওয়ার্ডের বিভিন্ন লোকজনকে জানান, ভিজিএফ কার্ড বিতরনে চেয়ারম্যানের লোকজন তাকে প্রতারিত করেছে এমন অভিযোগ তুলে কয়েকজনকে দোষারোপ করে তার ওয়ার্ডে বিভিন্ন প্রচারনা চালিয়ে মেম্বারের সমর্থক, পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকসহ বর্তমান চেয়ারম্যান এবং তার সমর্থকদের মাঝে বিরুপ পরিবেশ তৈরি করেন, এবং এর ফলে ১৮ এপ্রিল মনছুরের মোড়ে মারামারি সংঘটিত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। বর্তমান চেয়ারম্যান এবং মেম্বার স্ব-স্ব অনুসারীদের কয়েকজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে, উভয় অনুসারীরা বিভিন্নভাবে একত্রিত হয়ে কয়েকটি বাড়িতে হামলা চালায়। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী মন্ডলের সমর্থক মিজানুর রহমান জানান, ১৮ এপ্রিল রাতে তার বাড়ি আক্রমণ করে ভাংচুর করা হয় এবং তিনি পুলিশের সহায়তায় উব্ধার হয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মিজানুর রহমান জানান, ইউপি-সদস্য রমজান আলীর ভাই গোলাম রব্বানী তার ঔষধের দোকানে তালা মেরে দিয়েছে রব্বানীসহ মেম্বার সমর্থকরা।
গোলাম রব্বানী জানান, মিজানুর চেয়ারম্যানের কাছের লোক হওয়ায়, আমার দোকানের কোন ভাড়া না দিয়ে শক্তি প্রদর্শন করে আমার দোকান ঘর দখলের পায়তারা করছেন। আমি তার জামানতের টাকা ফেরত দিতে চাইলেও তিনি গ্রহন না করে উল্টো আমাকে বিভিন্ন লোকজন দিয়ে মারধর করেছেন। আমি বারবার দোকানের জামানতের টাকা ফেরতের অনুরোধ জানিয়ে আসছি । মনছুরের মোড়ের ব্যবসায়ীরা জানান, হামলা আর আশংকার ভয়ে সব দোকান বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের সমাধান হওয়ার পর পূনরায় দোকান খোলা হবে।
ইউপি-সদস্য রমজান আলী জানান, বিভিন্ন কারনে তিনি চেয়ারম্যানের লোকজনের ভয়ে পালিয়ে আছেন। তাকে মারার জন্য চেয়ারম্যানের সমর্থকরা তাকে খুঁজছে। চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরনে তার অভিযোগ দায়েরের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সমস্যা সমাধান হয়েছে। তিনি মূর্খ হওয়ায় কৌশলে তাকে দিয়ে বায়জিদ মাস্টার, শফিউলসহ তিন-চার জন এ অভিযোগটি দায়ের করেছেন। আর এই সূযোগ কাজে লাগিয়ে তার বিরোধিতা করছে মিজান গং। তিনি জানান, সুবিধাভোগী কয়েকজন চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে ভিজিএফ কার্ড খাওয়ার পায়তারা করছে। বর্তমানে কয়েকজনের জন্য তিনি চরম নিরাপত্তা হৃীনতায় ভূগছেন। এ বিষয়ে চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল জানান, রমজান তার বরাদ্দকৃত জিএফ কার্ড স্বাক্ষর করে বুঝে নিয়েছেন। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। সে ইউপি-নির্বাচনের সময় তার এলাকায় আমার পোস্টার পর্যন্ত লাগাতে দেয়নি। এখন নতুন করে পরাজিত প্রার্থীর সমর্থকদের নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বাংলার আলোকে জানান, ভিজিএফ কার্ড বিতরনে অনিয়মের কোন সূযোগ নেই, তবু বিষয়টি খতিয়ে দেখা হবে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মারামারি এবং ভাংচুরের বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।