উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৫৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হলে অর্জিত হয়েছে ৫৬৫ হেক্টর। গত মৌসুমে লক্ষমাত্রা ছিল ৪৮৫ হেক্টর এবার ভুট্টা চাষে এলাকার কৃষকেরা বেশি ঝুঁকে পড়েছেন।
সরজমিনে দেখা গেছে, উপজেলার ১৩টি ও একটি পৌরসভার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ভুট্টার চাষ করা হয়েছে। তবে ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদী বেষ্টিত ৮টি ইউনয়নের চর গুলোতে ভুট্টার আবাদ চোখে পড়ার মতো। ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ করা হয়। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ ৭ থেকে ৮ হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৩৮ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকরা। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে।
থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার চরের ভুট্টাচাষি আলহাজ্ব রোস্তম আলী ও মমিন বলেন, এ বছর আমরা প্রায় ১ একর করে জমিতে ভুট্টা আবাদ করেছি। ইতিমধ্যে ভুট্টার প্রচুর পরিমাণ মোচা এসেছে। ধানের চেয়ে কম খরচে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। অনেক আশা করে ভুটা রোপণ করেছি, বাম্পার ফলন ফলন হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে এবং পরিবার-পরিজন নিয়ে সুখে থাকতে পারবো।
গুনাইগাছ ইউনিয়নের টিপমার চর এবং বজরা ইউনিয়নের বিরহিমের চরের আমজাদ, সাহাবুদ্দিন, মতিয়ার, চৌর আলী, সহ আরও অনেক ভুট্টা বলেন, এলাকার যেসব জমিতে পূর্বে বোরো ধান সহ অন্যান্য আবাদ করা হত সেসব জমির অনেক গুলোতেই আমারা এবার ভুট্টা করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে এবার ঝুঁকে পড়েছি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তোফা কামাল বলেন, এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাকে মুক্ত রাখতেও পরিমিত পরিমান ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, উচ্চ মূল্য ও পানি সাশ্রয়ী ফসল হিসেবে ভুট্টা চাষে ব্যাপক সম্ভবনা রয়েছে। বর্তমানে অনুকুল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছে।"
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]