প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ৭:৩৩ পি.এম
চিরিরবন্দরের ৯ বছরের পলাতক আসামীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ গোলাম মোস্তফা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সেকেন্দার আলী নামে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তিনি প্রায় ৯ বছর ধরে পলাতক ছিলেন। একইসাথে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় উপজেলার রানীবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে একইসময়ে ৭নং আউলিয়াপুর ইউনিয়নের উত্তর ভোলানাথপুর এলাকাথেকে চার মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটকৃত সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হলেন, উপজেলার রানীপুর মালুয়া পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে সেকেন্দার আলী। আর চার মাদকব্যবসায়ীরা হলেন, উপজেলার দক্ষিণ সুকদেবপুর মন্ডলপাড়া এলাকার মৃত মাজদার রহমানের ছেলে হামিদুল ইসলাম ভুট্টু (৩৫), ইয়াসিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১), একই এলাকার প্রামানিকপাড়ার হামিদুল ইসলামের ছেলে নুরুজ্জামান (২৭) এবং উত্তর ভোলানাথপুর এলাকার হারিজুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম শাহিন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, আসামী সেকেন্দার আলীর ২০১৩ সালের পারিবারিক আদালতে ৩ বছরের জেল হয়েছিল। সেই ১০১৩ সাল থেকে পলাতক ছিলেন তিনি। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একইদিনে এক কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করা হয়েছে। চিরিরবন্দর উপজেলায় মাদক অভিযান চলমান রয়েছে। চিরিরবন্দর উপজেলাকে মাদকমুক্ত করার জন্য যে ধরনের অভিযান পরিচালনা করার দরকার আমরা সেই অভিযানই পরিচালনা করব।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।