প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ১:২৭ পি.এম
রিচি গ্রামের বাবুল মিয়ার পুত্র জুয়েলের আমুরোড বাজারের ভাড়াটিয়া বাসা থেকে চুরির মালামাল উদ্ধার
হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
ঘটনা সুত্রে জানা যায় হবিগঞ্জ সদর শহরের বাসিন্দা ডাঃ এসএফ আল আমিন সুমনের বাসা বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায় ডাক্তার সুমনের স্বর্ণালঙ্কারসহ অনেক নামিদামি মাল চুরি হওয়া হয়ে যায় দুর্ধর্ষ চোরির ঘটনার মামলার তদন্তভার হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি উপর ন্যস্ত করা হয়।
তদন্ত সূত্র ধরেই আজ সন্ধ্যা থেকে রাত্র ১১ টা পর্যন্ত আমুরোড বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পার্শ্ববর্তী ভর্তি বাসায় অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ডিবি পুলিশ উক্ত বাসা থেকে হবিগঞ্জে ডাক্তার সুমনের বাসায় চুরি হওয়া মাল সহ আরোও অনেক নামিদামি মাল জব্দ করে। জব্দ করা মালের তালিকা রয়েছে একটি মোটরসাইকেল, ওয়াশিং ম্যাশিন,ল্যাপটপ সহ আরও অনেক দামি মালামাল।
আজ সন্ধ্যার পর ওসি (ডিবি) মোঃ আল আমিন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে এ মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডাক্তার সুমনের স্ত্রী ডাক্তার রোজিনার বড় ভাই উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জব্দকৃত মালামাল এর মধ্যে অনেক মাল হয়েছে যা আমার বোনের বাসার।তিনি আরও বলেন আমুরোড গোছাপারা গ্রামে ফজল মিয়া ছেলে তুষার ও তার মেয়ের জামাই জুয়েল হবিগঞ্জে দুর্ধর্ষ চোর।
বাসা থেকে জুয়েল এর স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ। চুরি হওয়া মালার প্রধান আসামি জুয়েল পলাতক রয়েছে বলে জানা গেছে। জুয়েল মিয়া আমুরোড বাজার সংলগ্ন গোছাপাড়া গ্রামের ফজল মিয়া ছোট মেয়েকে বিয়ে করে আমুরোড বাজারে ভাড়াটিয়া বাসায় ঘর সংসার করে আসছিল। বিভিন্ন জনসাধারণের তথ্যের ভিত্তিতে জানা যায় গ্রেপ্তার হওয়া মহিলা তার তৃতীয় স্ত্রী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।